বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-আখাউড়া লংমার্চ: রূপগঞ্জে নেতাকর্মীদের শুভেচ্ছা জ্ঞাপন রূপগঞ্জে শিশুপুত্রকে পানিতে ফেলে হত্যার ঘটনায় ঘাতক বাবার জবানবন্দী বন্দরে ৪ টি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা বিএনপি সব মানুষের কাছে জবাবদিহিতে বিশ্বাস করে: মামুন মাহমুদ পরিবারের আপত্তির মুখে কবর থেকে লাশ উত্তোলন করা হয়নি নিহত সোলাইমানের তুচ্ছ ঘটনায় প্রতিবেশীকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জ সদর থানা জাতীয় নাগরিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত দেশে প্রতিদিন ২০ কোটি টাকার মাদকদ্রব্য বিক্রি হয়: মোস্তাফিজুর রহমান জমকালো আয়োজনে মুগ্ধ করেছে এসএসসি ও এইচএসসি ২০০৯-১১ ব্যাচের গেট টুগেদার নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলের প্রধান শিক্ষক নিহত

বেতন বৃদ্ধির দাবিতে পরিছন্নতা কর্মীদের সিটি কর্পোরেশন ঘেরাও কর্মসূচি

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৪৬ Time View

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) পরিচ্ছন্ন কর্মীরা বেতন বৃদ্ধির দাবীতে নগর ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই ঘেরাও কর্মসূচি পালন করেন। সেই সাথে রাত ৭ টা পর্যন্ত বৈঠকের মধ্য দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। নগর ভবন ঘেরাওকালে সিটি করপোরেশনের ভিতরে থাকা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। এদিন সিটি করপোরেশনের মাসিক সভা ছিল। এর ফলে সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার ও পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নগর ভবনের ভিতরে আটকা পড়েন।

বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা দফায় দফায় পরিচ্ছন্ন কর্মীদের সাথে কথা বললেও তারা নগর ভবন থেকে সরছিলেন না। একপর্যায়ে স্থানীয় যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফ এসে পরিচ্ছন্ন কর্মীদের সাথে কথা বলেন। পরবর্তীতে পরিচ্ছন্ন কর্মীদের সাথে নিয়ে প্রশাসকের সাথে কথা বলার আশ্বাস দিয়ে বিভিন্ন দপ্তরের কর্মকতাদের গাড়ি ছেড়ে দেয়ার কথা বলেন। এরপর জোসেফের কথা শুনে তারা গাড়িগুলো ছেড়ে দেন। পরবর্তীতে পরিচ্ছন্ন কর্মীদের থেকে ১০ জন প্রতিনিধি গিয়ে সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামানের সাথে বৈঠক করেন। প্রায় এক ঘন্টা সময় এই বৈঠক চলে। একপর্যায়ে সকল পরিচ্ছন্ন কর্মীদের ২ হাজার ৫০০ টাকা করে বেতন বাড়ালে পরিস্থিতি শান্ত হয় এবং পরিচ্ছন্ন কর্মী নগর ভবন ছাড়েন।
আন্দোলনে অংশ নেয়া পরিচ্ছন্নকর্মী সোহেল লাল বলেন, আমাদের প্রায় ১ হাজার ২৫০ জন পরিচ্ছন্নকর্মী কর্মী রয়েছে। সরকার থেকে আমাদের বেতন ১৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে দিলেও আমাদের ৯ হাজার টাকা করে বেতন দেওয়া হয়। যা দ্বারা আমরা আমাদের সংসার নিয়ে চলতে পারি না। আমরা আমাদের ন্যায্য বেতন চাই। আমাদের বেতন ১৭ হাজার ৫০০ টাকা করতে হবে।

শঞ্জু নামে আরেক পরিচ্ছকর্মী বলেন, আমরা যে বেতন পাই তা দিয়ে কিভাবে আমাদের পরিবার চালাবো? তাই যেকোনো মূল্যেই আমাদের বেতন বাড়াতে হবে। আমরা দিন-রাত রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কাজ করি। অথচ দিনের পর দিন আমরা বৈষম্যের শিকার হচ্ছি।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাকির হোসেন বলেন, পরিচ্ছন্ন কর্মীরা তাদের বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করেছিলো। পরবর্তীতের তাদের সাথে আলোচনা করে বেতন বাড়ানো হয়েছে। পরিচ্ছন্ন কর্মীরা নগর ভবন থেকে চলে গিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »