রূপগঞ্জ বিএনপির উদ্যোগে জনতার জিজ্ঞাসা নামে সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দাউদপুর ইউনিয়নের আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে। দাউদপুর ইউনিয়ন বিএনপি নেতা এডভোকেট হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
সভায় প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, দাউদপুর ইউনিয়ন হবে রূপগঞ্জের টানজিট পয়েন্ট। এখানকার মানুষ সহজসরল। তারা সব সময় ঐক্যবদ্ধ থাকেন। রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের রূপ ফেরাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সর্বাত্মক চেষ্টা চালাবে। আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপি নেতা কায়সার হামিদ রোমান মাস্টারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সৌদি আরব যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, রূপগঞ্জ থানা বিএনপির সহসভাপতি আশরাফুল হক রিপন, হাজী সেলিম ভুঁইয়া, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রফিকুল ইসলাম ও সালাহউদ্দিন দেওয়ান প্রমুখ।