নারায়ণগঞ্জে বাস ভাড়া কমানোর দাবিতে সমাজিক সংগঠন ‘যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামে’র টানা কর্মসূচির অংশ হিসেবে শহরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশার মিছিলটি শহরের প্রধান বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে ও ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, খেলাঘর আসর জেলা সাবেক সভাপতি রথিন চক্রবর্তী, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক অ্যাড. আওলাদ হোসেন, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অ্যাড. কাজল, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী তরিকুল সুজন ও বাসদ জেলা সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব প্রমুখ।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জের পরিবহন সিন্ডিকেট যুগের পর যুগ অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি করে নগরবাসীর জীবন দুর্বিষহ করে তোলেছে। এই পরিবর্তিত পরিস্থিতে সকল রুটের বাস ভাড়া কামাতে এবং শিক্ষার্থীদের জন্য ভাড়া অর্ধেক করতে হবে। আমাদের দাবির প্রতি প্রশাসন একমত পোষণ করলেও দাবি বাস্তবায়নে তাদের অনিহা লক্ষ্য করেছি। তাই আমরা বলেছি, মাফিয়া, পরিবহন গড ফাদারদের পক্ষে ইতিপূর্বে প্রশাসন অবস্থান গ্রহণ করলেও মানুষের আন্দোলন বিজয়ী হয়েছে। মফিয়াদের রক্ষা করা যায়নি। আওয়ামী লীগ সরকার পতনের পর মাফিয়াদের বিদায় হয়েছে। এখন যারা রয়েছে এরা মাফিয়াদের উচ্ছিষ্টভোগী, বাসের মালিক নামধারী চাঁদাবাজ। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু প্রশাসন কালক্ষেপনের মধ্য দিয়ে আমাদের দাবিগুলোকে পাশ কাটিয়ে যাচ্ছে।
প্রশাসনের উদ্দেশ্যে তারা বলেন, মাফিয়াদের উচ্ছিষ্টভোগী বাস মালিকদের দাবি, মার্যদা রক্ষা আপনাদের দায়িত্ব নয়। সরকারের পক্ষে জনগণের দাবি রক্ষা আপনাদের দায়িত্ব। তাই বাস ভাড়া কমানোর দাবি, যেটি গণদাবিতে পরিণত হয়েছে তা মেনে নিন।
তারা আরও বলেন, আগামী ১৫ নভেম্বরর মধ্যে যদি এই দাবি মেনে না নেয়, তাহলে আগামী ১৭ নভেম্বর নারায়ণগঞ্জবাসী অর্ধদিবস সর্বাত্মক হরতাল পালন করবে। আমরা আমাদের দাবি আদায় করে তারপর মাঠ ছাড়বো।