নারায়ণগঞ্জ অঞ্চলের সকল শাখা ব্যাবস্থাপকদের নিয়ে দিনব্যাপী সম্মেলন আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি। শনিবার (১৭ আগষ্ট) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিদ্ধিরগঞ্জপুলস্থ পূবালী ব্যাংকের সিদ্ধিরগঞ্জ শাখা কার্য্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ট্রেজারী বিভাগের উপ-মহাব্যবস্থাপক ও হেড অব ব্যাক অফিস মোঃ মাহবুব আলম।
অনুষ্ঠিত কর্মশালাটির সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ মনিরুজ্জামান। এখানে চলতি বছরের জুলাই মাস ভিত্তিক প্রত্যেক শাখার নির্ধারিত বিভিন্ন লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের বিশ্লেষণ এবং তৎপ্রেক্ষিত ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়। নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয় আয়েজিত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এই সম্মেলনে সহযোগিতা করেন সিদ্ধিরগঞ্জ শাখা ব্যবস্থাপক মোহাম্মদ খায়রুজ্জামান।