শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলের প্রধান শিক্ষক নিহত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিউটিফিকেশন কোর্স সম্পন্ন করলো মানব কল্যাণ পরিষদ বন্দরে ৫ ইটভাটাকে ৩ লাখ ৫ হাজার জরিমানা: কার্যক্রম বন্ধের নির্দেশ বন্দরে কর্ণফুলী শিপবিল্ডার্স কারখানা পরিদর্শন করেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে বিদ্যমান সম্পর্ক ভারত নষ্ট করলে বাংলাদেশের কোন ক্ষতি হবে না রূপগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি নেতার উঠান বৈঠক পূর্বাচলে অনিয়মের মাধ্যমে প্লট নেওয়াদের ব্যাপারে তথ্য দিন: রাজউক চেয়ারম্যান দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল হচ্ছে বিএনপি : গিয়াসউদ্দিন মনে হয়েছে রূপগঞ্জ গাজীর বাপের সম্পদ: দিপু ভুঁইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে রূপগঞ্জে সভা

নাসিম ওসমান স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের পুরুস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২২৯ Time View

নারায়ণগঞ্জ-৫ আসনে একাধিকবার নির্বাচিত ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান স্মরণে টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরন করা হয়েছে। বুধবার (৬ই মার্চ) বিকেলে নগরীর পাঠান নগর বালুর মাঠে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান এর সহধর্মিণী পারভীন ওসমান।

এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহন করে। ফাইনাল খেলায় নলুয়া একাদশকে গোগনগর একাদশ পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে পারভীন ওসমান বলেন, খেলাধুলা নতুন প্রজন্মকে বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখে। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও প্যাকটিস নিয়মিত করার পরামর্শ দিয়ে তিনি খেলোয়াড়দের পাশে থাকর প্রতিশ্রুতি দেন। সমাজকে ভালো রাখতে হলে খেলাধুলা অপরিহার্য উল্লেখ করে খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা খেলাধুলা চালিয়ে যাবে। যে কোনো প্রয়োজনে আমার কাছে আসবে, আমি তোমাদের সহোযোগিতা করবো।

প্রধান অতিথি আরও বলেন, তোমরা আরও ভালো খেলা খেলে নিজেদেরকে গড়ে তুলবে এবং সমাজের মানুষের সেবা করবে। ভালো কাজ করতে সচেষ্ট থাকবে। তোমাদের অর্জনগুলো মানুষের সামনে তুলে ধরবে। সেই সাথে মহান আল্লাহপাক যেনো খুশি থাকেন এজন্য নামাজ পড়বে।

মহানগর জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন কাজলের সভাপতিত্বে ও মোঃ সুমন এবং মাহবুব হাসান লিয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহমেদ, ১৮ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস আজাদ, নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সহ-সভাপতি ইদ্রামিন ইব্রাহীম খলিল, ইসলামিয়া চক্ষু হাসপাতালের ডিরেক্টর ডা:, লোকনাথ আচায্য। এসময় আরও উপস্থিত ছিলেন- মোহাম্মদ আলী হোসেন মেম্বার, যুব নেতা মোঃ মনির হোসেন, শরিফ শাহ, সাবেক ফুটবলার মোঃ হাবিবুর রহমান মঞ্জু, মহিলা মেম্বার নাজমা বেগম খোদেজা, মোঃ রতন সিকদার, মোঃ আবু বক্কর সিদ্দিক, জাতীয় পার্টির নেতা হাফেজ মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ হানিফ মিয়া, মোঃ নাজিম উদ্দিন, মোঃ আব্দুল মালেক তালুকদার, মোঃ মনির কবিরাজ ও মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »