নারায়ণগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ প্রচারে সেমিনার ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। এতে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো সেলিমুজ্জামান। সেমিনারের নারায়নগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি ক্যাব সদস্য, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন শ্রেনীপেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় ক্যাবের পক্ষ থেকে বাজারে কঠোর মনিটরিং দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু প্রস্তাবনা তুলে ধরেন।
সভায় এডিসি সার্বিক সাকিব আল রাব্বি বলেন, ভোক্তা অধিকার আইন প্রচার করে মানুষের মধ্যে সচেততা বাড়াতে হবে। তিনি ব্যবসায়ী মুল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন, সঠিক ওজন নিশ্চিত করার জন্য তাগিদ দেন এবং দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বাজারে দ্রব্যমূল্যের উর্ধগতির বিভিন্ন কারন তুলে ধরেন। দাম নিয়ন্ত্রণে প্রশাসনের বাজার মনিটরিং এবং সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।