নারায়ণগঞ্জ শহরে বিশেষ টাস্কফোর্সের অভিযানে দুটি ডিম বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ ৫টি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলগমগীর হুসাইনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন- বিশেষ টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ অফিসের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা. আল মাহমুদ হাছান, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রতিনিধি মোঃ ছালাউদ্দিন ভূইয়া, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ইবনুল ইসলাম এবং জেলা পুলিশ লাইনের একটি টিম।
মো. সেলিমুজ্জামান জানান, অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ডিম বিক্রয় করা ও ক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় কালিবাজারে অবস্থিত তিন কন্যা ডিমের আড়তকে ১০ হাজার টাকা, নারায়ণগঞ্জ প্রোটিন হাউজকে ৫ হাজার টাকা, দিগুবাবুর বাজারের অভিযানে বিএসটিআইয়ের লাইসেন্স বিহীন অপরিচ্ছন্ন আলেকজেন্ডার বেকারীকে ৫০ হাজার টাকা, পণ্যের মূল্য তালিকা না থাকার দায়ে আফরিন ষ্টোরকে ৫ হাজার টাকা এবং তাইজুদ্দিন মোল্লা এন্ড সন্স ষ্টোরকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ৫টি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।