বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :

ত্বকী হত্যা মামলায় ৩ আসামী রিমান্ডে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যায় গ্রেপ্তার তিন আসামিকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুজনকে এবং আজ মঙ্গলবার একজনকে শুনানি শেষে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর করা আসামিরা হলেন, মামুন, শরীফ ও কাজল। আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ এই তথ্য জানিয়েছেন।

এর আগে ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় ইউসুফ হোসেন লিটন, সুলতান শওকত ভ্রমর, তায়েব উদ্দীন জ্যাকি ও সালেহ রহমান সীমান্ত নামে চারজনকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। ২০১৩ সালের ২৯ জুলাই র‌্যাবের অভিযানে গ্রেপ্তার লিটন প্রথম ত্বকী হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেন।

এ সময় লিটন জানায় সালেহ রহমান সীমান্তের জামতলা ধোপাপট্টির বাড়িতে সংঘটিত হয় ওই হত্যাকাণ্ড। অন্যদিকে আরেক আসামি সুলতান শওকত ভ্রমর তাঁর জবানবন্দিতে উল্লেখ করেন, ত্বকী হত্যার নেতৃত্বে ছিলেন আজমেরী ওসমান। তাঁর নির্দেশেই হত্যা করা হয় ত্বকীকে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় ত্বকী। দুদিন নিখোঁজ থাকার পর ৮ মার্চ সকালে শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ত্বকীর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। ঘটনার পর থেকে এই হত্যাকাণ্ডের জন্য শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ও ভাতিজা আজমেরী ওসমানকে দায়ী করে আসছেন ত্বকীর বাবা রফিউর রাব্বী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »