স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের লৌহজং পূর্ব বুড়দিয়ার পয়সা কোল্ড স্টোরেজ এর সামনে থেকে মঙ্গলবার (২০ জুন) মাদক চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। ‘স্বর্ণ খোঁজার পেশার আড়ালে মাদকের রমরমা ব্যবসা’ করতেন এই চক্রটি। পরে সে সকল মাদক নিয়ে বিক্রি করতেন নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জসহ আশপাশের এলাকায়।
এসময় তাদের হেফাজত হতে সাড়ে ৩৪ কেজি গাঁজা, ৫টি আচরা, কৌশলে মাদক পরিবহণের কাজে ব্যবহৃত স্বর্ণ খোজার ৫টি খেচি এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৯৮৫ টাকাসহ উদ্ধার করা হয়।