সোনারগাঁ সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার। এসময় নারায়ণগঞ্জ ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাতকে সংর্বধনা দেয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নবীন বরণ উদযাপর কমিটির আহ্বায়ক এবং কলেজের উপধ্যক্ষ দিল আফরোজা। আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ আক্তার ফেন্সী, শিপন মেম্বারসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে কন্ঠশিল্পী হৃদয় খাঁনসহ অনেকে গান পরিবেশন করেন।