নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) তাকে মাদক মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) কাঁচপুর নয়াবাড়ি অনন্ত গার্মেন্টসের সামনে থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তার নাম সোহাগ সরকার (৩৩)। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই গ্রামের শামসুল সরকারের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, বৃহস্পতিবার ছয় কেজি গাঁজাসহ তাকে হাতে নাতে আটক করা হয়। দুপুরে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।