সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনার জের ধরে মোমেন নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে হামলা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবকলীগ নেতা নাজমুল খান শান্তসহ তিনজনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অন্যরা হলেন- হৃদয় ও সিয়াম।
হামলার ঘটনাটি ঘটে গত ১০ সেপ্টেম্বর উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলীশ গ্রামে। ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সোনারগাঁ থানা পুলিশ।
এ ঘটনায় রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে মোগরাপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ বিসয়ে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) রুহুল আমিন জানান, তাদের বিরুদ্ধে গত ১৫ সেপ্টেম্বর রাতে হামলা ও লুটপাটের বিষয়ে একটি মামলা দায়ের করা হয়। এরই ধারবাহীকতায় মামলায় উল্লেখ করা ৯জরে মধ্যে ৩জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাজমুল খান শান্তর নেতৃত্বে ১০-১৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে মোমেন নামের এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে তারা রামদা দিয়ে ঘরের দরজা-জানালা এলোপাতাড়িভাবে কুপিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। পরে তারা ঘরে থাকা আলমারি থেকে ২ লাখ ২০ হাজার টাকার স্বর্ণ-অলংকার লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি সোনারগাঁ থানায় একটি মামলা করেন।