বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :

সোনারগাঁয়ে চার কোটি টাকার যন্ত্রাংশ চুরি টেক্সটাইল মিলে

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১০২ Time View

সোনারগাঁর মোগরাপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় একটি টেস্কটাইল মিলের জেনারেটর কক্ষ থেকে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ২০ প্রকার যন্ত্রাংশ চুরি হয়েছে। গত কয়েকদিন ধরে এ চুরি সংঘটিত হয়ে আসছে। ঘটনাটি ঘটে ফেইম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ক্যান্টাকি টেক্সাইল মিলে।

ক্যান্টাকি টেক্সাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম কাজল বলেন, মিলের সীমানা প্রাচীরে মানুষের যাতায়তের চিহ্ন দেখে জেনারেটর কক্ষ পর্যবেক্ষণ করে চুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বৃহস্পতিবার চুরির বিষয়টি জানতে পেরে পরে সোনারগাঁ থানা পুলিশে খবর দিলে সোনারগাঁ থানার পরিদর্শক (অপারেশন) মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পান।

গত কয়েকদিন ধরে অজ্ঞাত চোরেরা ইএমসিপি, ইআইএম, ইসিএম, ইগনেশন ট্রান্সফরমা, স্ট্যাটিং মোটর, থ্রোটল ভাল্ব, বাইপাস ভাল্ব, ফুয়েল ম্যাটারিং ভাল্ব, সিডিভিআর, পাওয়ার ক্যাবল, রক্যার আর্মসহ ৩ কোটি ৮৮ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়।

জেনারেটর যন্ত্রাংশের বিষয়ে দক্ষ কেউ এ চুরির সঙ্গে জড়িত। অভিজ্ঞ না হলে যন্ত্রাংশ কেউ এভাবে খুলতে পারবে না। এ বিষয়ে থানায়, বিজিএমইএ, বিকেএমইতে অভিযোগ জানানো হয়েছে।

সোনারগাঁর মোগরাপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় একটি টেস্কটাইল মিলের জেনারেটর কক্ষ থেকে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ২০ প্রকার যন্ত্রাংশ চুরি হয়েছে। গত কয়েকদিন ধরে এ চুরি সংঘটিত হয়ে আসছে। ঘটনাটি ঘটে ফেইম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ক্যান্টাকি টেক্সাইল মিলে।

ক্যান্টাকি টেক্সাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম কাজল বলেন, মিলের সীমানা প্রাচীরে মানুষের যাতায়তের চিহ্ন দেখে জেনারেটর কক্ষ পর্যবেক্ষণ করে চুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বৃহস্পতিবার চুরির বিষয়টি জানতে পেরে পরে সোনারগাঁ থানা পুলিশে খবর দিলে সোনারগাঁ থানার পরিদর্শক (অপারেশন) মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পান।

গত কয়েকদিন ধরে অজ্ঞাত চোরেরা ইএমসিপি, ইআইএম, ইসিএম, ইগনেশন ট্রান্সফরমা, স্ট্যাটিং মোটর, থ্রোটল ভাল্ব, বাইপাস ভাল্ব, ফুয়েল ম্যাটারিং ভাল্ব, সিডিভিআর, পাওয়ার ক্যাবল, রক্যার আর্মসহ ৩ কোটি ৮৮ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়।

জেনারেটর যন্ত্রাংশের বিষয়ে দক্ষ কেউ এ চুরির সঙ্গে জড়িত। অভিজ্ঞ না হলে যন্ত্রাংশ কেউ এভাবে খুলতে পারবে না। এ বিষয়ে থানায়, বিজিএমইএ, বিকেএমইতে অভিযোগ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »