বিএনপিসহ বিরোধী কয়েকটি দলের ডাকা অবরোধের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন ও শান্তি মিছিল করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ। বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেতাকর্মীরা এ অবস্থান কর্মসূচি ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শান্তি মিছিলে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সামসুল ইসলাম ভুইয়া ও সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
এসময় শান্তি মিছিলে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হায়দার, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী আলম চান, বাদল হোসেন, তাজুল ইসলাম, সাবেক মেম্বার হালিম, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ মোল্লা, যুগ্ম আহবায়ক ডা. আতিক উল্লাহ, মোশাররফ মেম্বার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ ও আবু সাঈদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগরসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।