সোনারগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত এসপিএল টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারী) সকালে সোনারগাঁও উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার। টুর্নামেন্টের উদ্বোধন করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
সোনারগাঁও শেখ রাসেল স্পোটিং ক্লাবের আয়োজনে উদ্বোধনী ম্যাচে অংশ নেন সোনারগাঁও পৌরসভা সুপার এলিভেন বনাম মোগরাপাড়া ইয়াং ব্রাদার্স।
খেলায় মোগরাপাড়া ইয়াং ব্রাদার্স দল ২০ ওভারে ৯ ইউকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে। জবাবে সোনারগাঁও পৌরসভা সুপার এলিভেন ৩ ইউকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে জয় লাভ করেন। টুর্নামেন্টে ১১ দল অংশ নেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইঁয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক হাজী মো. সোহাগ রনি, সদস্য সানজিদ হাসনাত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।