নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডিবি লেখা জ্যাকেট, ওয়াকিটকি, খেলনা পিস্তল, চাইনিজ কুড়াল উদ্বার ও ডাকাতি হওয়া নগদ ৯০ হাজার টাকা উদ্বার করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- মো. শামিম হোসেন, মো. আরিফুল ইসলাম, মো. নাহিদুল ইসলাম, মো. মিলন, মো. রায়হান সরকার মামুন ও মো. নয়ন।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ডিবি পুলিশ পরিচয়ে সোনারগাঁ থানাধীন এশিয়ান হাইওয়ে রোড নয়াপুর কাঠালিয়া পাড়া এলাকায় বিআরটিসির যাত্রীবাহি বাসকে থামানোর জন্য সিগনাল দেন। বাসটি থামলে ডিবি পুলিশ পরিচয় দেয়া ডাকাতরা বিআরটিসি বাস থেকে যাত্রী মৃনাল কান্তি রায়কে স্বর্ণ চোরাচালানকারি ব্যবসায়ী আখ্যা দিয়ে গাড়ি থেকে নামিয়ে এনে ডাকাতদের ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাসে তুলে হাত পা বেধে ফেলে। তাকে মারধর করে সাথে থাকা ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে বৃহস্পতিবার গভীর রাতে সোনারগাঁও থানাধীন পাকুন্দা ব্রিজের উপর রাএীকালীন চেকপোস্ট ডিউটিরত করছিলো পুলিশ। ডাকাত দল গাড়িসহ ব্রিজের উপর পৌছালে পুলিশ দেখে ভিকটিমের হাত ও চোখের বাধন খুলে দিলে ভিকটিম তখন পুলিশ দেখে ডাক চিৎকার শুরু করে। চিৎকার শুনে পুলিশ এসে গাড়িসহ ৬ জনকে গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার চাউলাউ মারমা আরো জানান, আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।