সোনারগাঁয়ের কাঁচপুরে অভিযান চালিয়ে ৩ হাজার ৫ শত কেজি অবৈধ জাটকা জব্দ করেছে পাগলা কোস্ট গার্ড স্টেশন। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ টাকা। শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পাগলার কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কাজী আকিব আরাফাতের নেতৃত্বে কাঁচপুর ব্রীজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নোয়াখালী হতে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশী করে ওই জাটকা জব্দ করা হয়।
কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য নিশ্চিত করে জানান, জব্দকৃত জাটকা নারায়ণগঞ্জ উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফরিদা ইয়াসমিনের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এছাড়াও ট্রাকে জাটকা ব্যতীত অন্যান্য বৈধ মাছ থাকায় মাছগুলো স্ব স্ব মালিককে বুঝিয়ে দিয়ে ট্রাকসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।