নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় আদমজী-চাষাঢ়া সড়কের সুফিয়া ফার্নিচারের অপর দিকের লেকের পাড় থেকে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান মরদেহটি উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
উপ-পরিদর্শক ইয়াউর রহমান বলেন, লেকের পাড়ে নবজাতকের মরদেহটি দেখে মানুষজন থানায় ফোন দেন। পরে আমরা সেখানে গিয়ে উদ্ধার করেছি। নবজাতকের বয়স একদিন হবে। ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।