ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি-জামায়াতের ডাকা টানা ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচীর বিরুদ্ধে অবরোধবিরোধী মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ইয়াসিন মিয়ার নেতৃত্বে এই মিছিলটি বের হয়।
এছাড়াও সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলের চিটাগং রোড, মৌচাক, সানারপাড়, সাইনবোর্ডসহ বিভিন্নস্থানে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের নেতৃত্বে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দিনব্যাপী কর্মসূচী পালন করেন।
এসময় হরতালবিরোধী মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিএনপিবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল চিটাগং রোড থেকে শুরু হয়ে মৌচাক, সানারপাড়, সাইনবোর্ড হয়ে পুনরায় শিমরাইলের চিটাগং রোড এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমরা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সর্বদা প্রস্তুত রয়েছি। বিএনপি জামায়াত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আমাদের এমপি একেএম শামীম ওসমানের নির্দেশনায় সকাল থেকেই নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান করছে। রাজপথে থেকেই বিএনপি জামায়াতের নৈরাজ্য মোকাবেলা করবেন বলে জানান তারা।
হরতালবিরোধী মিছিলে উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান (বিএসসি), সাধারণসম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি সামাদ বেপারী, সাধারণ সম্পাদক হাজ্বী কবির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নাজমুল হক খোকা, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ণ যুবলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আনোয়ার ইসলাম, নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নূর উদ্দিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী হাজী শফিকুল ইসলাম শফিক, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শিব্বির আহম্মেদ, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজ্বী জহিরুল হক জহির, যুবলীগ নেতা শাহরিয়ার রহমান বাপ্পী, নাসিক ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজ্বী মিজানুর রহমান দিপু, নাসিক ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী আবু বক্কর সিদ্দিক (আবুল), সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মজিদ ও মোতাহার হোসেন (মনা), যুবলীগ নেতা মোতাহার হোসেন (মুন্না খাঁন), নাসিক ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ শরিফ হোসেন (ইরান)সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা নেত্রী ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতাকর্মী প্রমুখ।