সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল অজ্ঞাত এক ব্যক্তির। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন।
এরআগে সোমবার দিবাগত রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সানারপাড় পিডিকে পাম্প স্টেশনের সামনে অজ্ঞাত কোনো গাড়ির তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. নুর মিয়া তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টা ৫০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হবে।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন এর সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।