নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতু সংলগ্ন পাথর বোঝা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা দুই কোটি টাকা মুল্যের বিপুল পরিমাণ শাড়ি, লেহেঙ্গা, শ্যাম্পু, ক্রিম ও সিরাপ জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে এসব ভারতীয় পণ্য আটক করা হয়। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফতুল্লা পাগলা মেরি এন্ডারসন সংলগ্ন পালগা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট রুহান মনজুর এসব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন। লেঃ কমান্ডার বিএন (মিডিয়া কর্মকর্তা) আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুলকো ফাঁকি দিয়ে ভারত থেকে আনা দুই হাজার নয়শত একানব্বই পিচ ভারতীয় শাড়ি, ৭০ পিচ লেহেঙ্গা, ১২০ পিচ শ্যাম্পু, পাচঁ হাজার পিচ ক্রিম, এক হাজার চল্লিশ পিচ সিরাপ জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপিতে জানানো হয়, গোপন সূত্রে খবর আসে সিলেটের ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে বিপুল পরিমাণ শাড়ি থ্রি পিস ও ঔষধ সামগ্রী সিরাপ, প্রসাধনী প্রবেশ করেছে। যেগুলো পাথর বোঝাই একটি ট্রাকে করে সিলেট থেকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট রুহান মনজুর নেতৃত্বে একটি টিম কাচঁপুর সেতুর পাশে অবস্থান নেয়। রাত তিনটার দিকে পাথর বোঝাই ট্রাকটি কাচঁপুর সেতুর কাছে আসলে কোষ্টগার্ড সদস্যরা ট্টাকটিকে থামানোর জন্য সিগ্যানাল দেয়। কিন্তু ট্রাকের চালক ট্রাকটিকে না থামিয়ে দ্রুত গতিতে ঢাকার দিকে চলে যেতে থাকে। পরে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে ট্রাক থেকে আটক করে। পরে পাথর বোঝায় ট্রাকটিতে তল্লাশি চালিয়ে শুলকো ফাঁকি দিয়ে ভারত থেকে আনা সর্বমোট ৯ হাজার ২২১ পিস ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, শ্যাম্পু, ক্রিম ও সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত পন্যের বাজার মুল্য আনুমানিক ২ কোটি টাকা। এসময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। এ ঘটনায় সিদ্বিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক মালামালসহ আসামীদের সিদ্বিরগঞ্জ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।