সিদ্ধিরগঞ্জের এসও এলাকার মেঘনা ডিপোর ল্যান্ডিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহকারী ট্যাংক লড়ির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় আরো দুইজন অসুস্থ হয়েছে বলে জানা গেছে। নিহত এবং অসুস্থ দুইজন একই পরিবারের সদস্য। ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ নভেম্বর) সকালে ৮টার দিকে ।
নিহতের নাম আবু সাঈদ (২২)। সে গোদনাইল এসও এলাকার নাজির মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত সাঈদের পিতা নাজির ও তার ছোট ভাই ফাহিম অসুস্থ হয়েছে বলে জানা যায়। গুরুতর অসুস্থ অবস্থায় ফাহিমকে নগরীর খানপুরে তিন’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আবু সাঈদ এসওরোডের ইসমাঈলের তেলের গাড়ীর ড্রাইভার হিসেবে কাজ করতো।
এদিকে মৃত আবু সাঈদ এর পিতা নাজির জানায়, জাহাঙ্গীর নামের এক ট্যাংক লড়ির মালিকের গাড়ি আমার ছেলে সবসময় পরিষ্কার করতো। রবিবার রাতেও সে গাড়িটি সকালের মধ্যে তেল কুড়িয়ে পরিষ্কার করে নিতে বলে। তার কথায় ফাহিম গাড়ী পরিষ্কার করতে গিয়ে ট্যাংকলরীর ট্যাংকিতে (হাউজ) পড়ে যায়। ফাহিমকে উদ্ধার করে তাঁর পিতা নাজির। ফাহিম কে উদ্ধারের পর পিতা নাজিরও ট্যাংকিতে পরে গেলে পিতাকে বাঁচাতে বড় ছেলে সাঈদ ট্যাংকিতে নামে। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে এসও রোডের মা সুফিয়া হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা দেয়া সম্ভব না হলে পরে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাঈদকে মৃত ঘোষণা করেন। নিহতের পিতা নাজিরের দাবি গাড়িতে ফার্নেস অয়েল থাকার কথা তারা জানতো তবে বিষাক্ত ক্যামিকেল থাকার অভিযোগ করেন তিনি। যা তারা অবগত ছিলেন না।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা।