সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৬ নেতাকর্মীকে আটক করছে পুলিশ। অবরোধ সমর্থনে মিছিলের পর ১২ জনকে পুলিশে ধরিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জামায়াতের আরো চারজনকে আটক করে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জের নাগিনা জোহা সড়কের চৌধুরীবাড়ি ও আদর্শবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
আটকরা হলেন এ কে এমন নুরুল্লাহ (৬৮), মো: মাইনুদ্দিন (২৩), মো: আব্দুস সাত্তার (৬৩), মো: শামীম আহমেদ (৩৮), মোহাম্মদ আফাজ উদ্দিন (৪১), মোহাম্মদ মমিন (৩৭), মো: আনোয়ার হোসেন (৪২), মো: বেলায়েত (৩৭), মোহাম্মদ আ: কাশেম (৩৪), মো: জামান (৩৮), মো: হাসান (৩৪), মো: হাবিবুর রহমান (৫০), মো: সোহেল রানা (৩১), মো: মোতাসিম মামুন (৪৩), মো: মামুন (৩২) ও মো: রুবেল রানা (২৭)।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, নাশকতার প্রস্তুতি নেয়ার সময় জামায়াতের মোট ১৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। বর্তমানে তারা থানায় রয়েছে। দুপুরের দিকে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।