সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে শান্তি মিছিল করেছেন থানা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। রবিবার (৩০ জুলাই) সকাল ১১টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এ শান্তি মিছিল করা হয়। মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে শুরু করে মাদানীনগর এলাকা হয়ে পুনরায় শিমরাইল মোড়ে এসে শেষ করা হয়। মিছিল শেষে শিমরাইল মোড়ের রেন্ড-এ কার স্ট্যান্ডে অবস্থান নেন।
এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রচার সম্পাদক তাজিম বাবু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, শ্রমিক নেতা আশরাফ উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী খন্দকার মানিক মাস্টার, যুবলীগ নেতা হুমায়ুন কবির প্রমুখ।