নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজের ৮ দিন পর আঃ সালাম (৫৫) নামে এক অটোরিক্সা মিস্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ আগস্ট) চিটাগাং রোড কাসসাফ শপিং সেন্টারের পিছনে হীরাঝিল আবাসিক এলাকায় ডিএনডি খালে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত আঃ সালামের পিতার নাম মৃত আব্দুল হামিদ। মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার একটি গ্রামে তাদের বাড়ি ছিলো। নদী ভাঙ্গনের পর প্রায় ২০ বছর পূর্বে তারা সিদ্ধিরগঞ্জে এসে বসবাস শুরু করেন। তিনি হীরাঝিলস্থ আবুল হশেমের অটোরিক্সা গ্রেজের মিস্ত্রী ছিলেন।
নিহতের মেয়ে তানজিনা ইয়াসমিন নুন জানান, গত কিছুদিন যাবত মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন তারা বাবা আঃ সালাম। এরপর হঠাৎ করে গত ৩১ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, মরদেহটি ৮-১০ দিন আগের। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।