সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ‘দৈনিক আমাদের নতুন সময়’ পত্রিকার স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ টাইমস এর নির্বাহী সম্পাদক মোস্তাক আহমেদ শাওন আহত হয়েছে। র্দূঘটনায় তার বাম পায়ের হাড় ভেঙ্গে গেছে।
রবিাবর (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের আদমজী (মুনলাইট হলের পিছনে) চৌরাস্তা রাস্তায় (নাগিনা জোহা সড়কের) নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
বর্তমানে তিনি নারায়ণগঞ্জ শহরের সিটি লাইফ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।
জানা যায়, রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নারায়গঞ্জ থেকে পেশাগত কাজ শেষে সিদ্ধিরগঞ্জে বাসায় ফেরার পথে রাস্তায় স্তুপাকৃত কংক্রিটের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান মোশতাক আহমেদ শাওন। এতে তার বাম পায়ের উপরের অংশ ভেঙ্গে গিয়ে মারাত্মক আহত হন তিনি।