নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুন নেভাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ দুজন নিহত হয়েছেন। আগুনের খবর পেয়ে সোমবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে ফতুল্লায় যাওয়ার পথে চাষাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম।
নিহত হওয়া ফায়ার সার্ভিসের গাড়িচালকের নাম জাহাঙ্গীর বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার লিমা খানম। নিহত অপর দু’জনের একজন হলেন- নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার সালাউদ্দিন সাবু (৪৮) এবং অপারজন হলেন- শহরের মাইজদারের পাকাপোল এলাকার রিকশাচালক সিরাজুল ইসলাম (৫০)। এর আগে ফতুল্লায় একটি গার্মেন্ট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহম্মেদ বলেন, “জানতে পেরেছি, জাহাঙ্গীর হোসেন গাড়ি চালানো অবস্থায় স্ট্রোক করেন৷ এ কারণে তিনি গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে পারেনি
গুরুতর আহত অবস্থায় রিকশাচালক সিরাজুলকে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথেই তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “দুপুর ২টার দিকে সিরাজুলকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”