শহরের নিতাইগঞ্জে আগুনের ঘটনায় র্যাব-১১ এর সদস্যের পর দগ্ধ নারী টুম্পা রানী দাস (৪০) মারা গেছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত ১৪ সেপ্টেম্বও বৃহস্পতিবার ভোররাত আনুমানিক তিনটার দিকে ওই ফ্ল্যাটে আগুন লাগলে র্যাব সদস্য অভিজিৎ সিং (২৮) এবং ওই নারী দগ্ধ হন। ওই দিন বিকেলেই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিজিৎ।
ভুক্তভোগী টুম্পা রানী দাস (৪০) নিতাইগঞ্জের ভবানীগঞ্জ এলাকায় দুই শিশু ছেলেকে নিয়ে তিনতলা ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।