ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রীবাহী ট্রেনের নিচে কাটা পড়ে সুমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সোয়া আটটায় শহরের বালুরমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ। নিহত সুমন সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রেললাইন দিয়ে হেঁটে যাবার সময় ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়লে ওই যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। রেললাইনের পাশ থেকে পুলিশ তাকে উদ্ধার করে গুরুতর অব¯’ায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপ-পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, ওই যুবক নিজের নাম ও ঠিকানা জানানোর পর জ্ঞান হারান। লাশটি ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা আছে বলেও জানান তিনি।