ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন প্রকল্পের (সিসিএ) কার্যক্রম নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে ব্রিটিশ রেড ক্রস এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন প্রকল্পের (সিসিএ) মূলত: ব্রিটিশ রেড ক্রস এর সহযোগিতায় পরিচালিত। রবিবার (২১ জানুয়ারী) বিকেলে উত্তর চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন প্রকল্প (সিসিএ) নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগরের ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া বিহারীক্যাম্প এলাকা এবং ১৬ নং ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সভায় এলাকার জীবন যাত্রার মানোন্নয়ন এবং প্রকৃতিকে ব্যবহার করে সমস্যার সমাধান বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বেশী করে বৃক্ষরোপন করা, কর্ম এলাকার জনবসতির জীবনমান উন্নয়ন, দূর্যোগকালীন সময়ে সক্ষমতা বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা করা হয় সভায়।
অ্যাসেসমেন্টের মাধ্যমে উঠে আসা পরামর্শের মাধ্যমে যাতে করে উক্ত এলাকায় বিদ্যমান প্রকৃতিকে আরো উপযোগী করার মাধ্যমে কিভাবে উন্নতি করানো যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শ্রী চন্দন শীল, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ফারুক বিন ইউসুফ পাপ্পু, সাধারণ সম্পাদক মো. হাসান ফেরদৌস জুয়েল, কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব খবির আহমেদ ও দিলীপ কুমার মন্ডল, মোস্তফা কামাল, ব্রিটিশ রেড ক্রসের ন্যাচার বেইজড স্যলুশন কনসালটেন্ট প্যাট্রিক বোল্টসহ সিসিএ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।