বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :

রাজনৈতিক ব্যক্তিরা কখনো লাঠি নিয়ে রাজপথে নামতে পারে না: চন্দন শীল

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৭০ Time View

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল বলেছেন, রাজনৈতিক ব্যক্তিরা কখনো লাঠি নিয়ে রাজপথে নামতে পারে না। তারা অগ্নি সন্ত্রাসের জন্য রাজনীতি করে। আমাদের চার টায় অনুষ্ঠানটি শেষ করার কথা ছিলো কিন্তু দেখলাম বিএনপির ছিচকে সন্ত্রাসরা লাঠি নিয়ে মিছিল করছে, তাই অনুষ্ঠানটি দেরি করে শেষ করতে বলা হয়েছে। যেকোন অপশক্তিকে প্রতিহত করতে আমরা প্রস্তুত আছি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও তোবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।

বুধবার (৩০ আগষ্ট) বিকালে চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ও জেলা শ্রমীক লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, কেন্দ্রীয় কমিটির ট্যাংক লরী শ্রমীক ইউনিয়ন যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন, জেলা শ্রমীক লীগের যুগ্ম আহবায়ক মজিবর রহমান,শ্রমীক লীগ নেতা মুসলেউদ্দিন জীবন, মো. লিটন, আলমঙ্গীর প্রমুখ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »