নারায়ণগঞ্জে বিএনপি জামায়াতের ডাকা তৃতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রতিবাদে শান্তি মিছিল করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত শান্তি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাতের নেতৃত্বে এ মিছিল হয়। এসময় আগুন সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। আগামীতে এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা হলে কঠোরভাবে দমনের ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক সানোয়ার হোসেন, শিল্প বাণিজ্যিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন শিলু, জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সস্পাদিকা মরিয়ম আক্তার কল্পনা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আকতারুল ইসলাম রয়েল, সাব্বির আহম্মেদ সাগর, নুরুল জামান শেখ, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা তাহের উদ্দিন সানি, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জামির হোসেন রনি, শফিউল বাশার বাবু, আরমান হোসেন ও আশরাফুল ইসলাম প্রমুখ।