নারায়ণগঞ্জের ফতুল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী। রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭ টায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে শিবু মার্কেট এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।
সমাবেশে তিনি বলেন, মিছিল মিটিং করা দেশের প্রত্যক নাগরিকের গণতান্ত্রিক অধিকার,বর্তমান স্বৈরাচারী সরকার সেই অধিকার থেকে বঞ্চিত করে অন্যায় ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে গ্রেপ্তার করছে।
এসময় তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন,আপনারা দেশের প্রখ্যাত আলেমেদ্বীন কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহিঃ) সঠিক চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। শুধু তাই নয় তাঁর মৃত্যুর পরে ঢাকার বুকে লক্ষ জনতার মনে আঘাত দিয়ে তার জানাজাটা পর্যন্ত করতে দেননি। পরিবারকে দেখা করতে দেয়া হয়নি। এহেন আচরণ আইয়্যামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। আপনারা মনে রাখবেন জীবন্ত আল্লামার চেয়ে শহীদ আল্লামা অনেক শক্তিশালী।
তিনি আরও বলেন, আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার সহ সকল নেতৃবৃন্দকে মুক্তি দিন এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা প্রদান করে নির্বাচনের ব্যবস্থা করুন।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি.) জানাযায় বাধা দান, দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাযায় হামলা, সারাদেশে কয়েক শত নেতা- কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার, হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের, জালেম সরকারের জুলুম-নির্যাতন ও অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মী ও আলেমা- ওলামার মুক্তি এবং কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
শুরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইনের সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশের উপস্থিত ছিলেন কফিল আহমেদ, মাহবুবুল আলম, ডাক্তার নুরুল ইসলাম, হাবিবুর রহমান, এস তালুকদার, আবু তালহা, আবুল কালাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।