নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগষ্ট) তিন সদস্য করে এই আহবায়ক কমিটির অনুমোদন দেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।
সাখাওয়াত ইসলাম রানাকে আহবায়ক, মমিনুর রহমান বাবুকে সদস্য সচিব এবং কামালউদ্দিন মীর্জা জনিকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের তিন সদস্যের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। পাশাপাশি আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নবগঠিত মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ি আগামী ১০ দিনের মধ্যে ত্যাগী ও যোগ্য নেতাদের সমন্বয়ে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি করা হবে। মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আছেন।
রাজপথে থেকেই মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপির সাথে সমন্বয় করে চলমান আন্দোলন-সংগ্রাম আরও বেগবান ও গতিশীল করবেন বলে জানান তিনি।