বাংলাদেশ রেলওয়ের কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতাকর্মীরা।
স্মারকলিপিতে ‘ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহার, ১৬ জোড়া ট্রেন চালু, বগির সংখ্যা বৃদ্ধি ও ছাত্রদের জন্য বিনা ভাড়ায় যাতায়াতের ব্যবস্থার দাবি জানানো হয়েছে।’
বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ে স্মারকলিপি দেন সংগঠনটির প্রতিনিধি দল।
সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, বাসদ জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব ও গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন।