ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নগরীতে মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৬ অক্টোবর) বিকেলে নগরীর ডিআইটি থেকে চাষাঢ়া পর্যন্ত মিছিল করেন দলটির নেতা-কর্মীরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি দ্বীন ইসলাম, মহানগর কমিটির সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা কমিটির সহসভাপতি হাফেজ আমিনুদ্দীন, যুগ্ম সম্পাদক হাজী আমানুল্লাহ, মহানগর কমিটির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ইসলামী যুব আন্দোলন জেলা কমিটির সভাপতি জুবায়ের হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলনের মহানগর শাখার সভাপতি মাহদী হাসান প্রমুখ।
মিছিলের আগে নগরীর ডিআইটি মসজিদের সামনে সমাবেশ করেন তারা। এ সময় বক্তারা বলেন, ‘আমাদের হৃদয়ে আঘাত নিয়ে রাজপথে আছি। গাজায় মুসলমানদের উপর হামলা করছে, নির্মমভাবে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। জেরুজালেম ইসরায়েলের রাজধানী কখনই হবে না, জেরুজালেমে ইসরায়েলের কবর রচিত হবে। আজকে মানবাধিকার সংগঠনগুলোকেও দেখছি জালেমদের পক্ষে অবস্থান নিয়েছেন। আজ কোথায় বিশ্বমোড়লরা, মানবতবাদীরা? সবাই জুলুমকারীদের পক্ষ নিয়েছে।’
ইসলামী আন্দোলনের নেতারা ফিলিস্তিনিদের উপর হামলার ঘটনায় বাংলাদেশ সরকারকে সংসদে নিন্দা প্রস্তাব আনার আহ্বান জানান।
তারা বলেন, ‘বাংলাদেশ সরকার দায়সারা এক বিবৃতি দিয়েছে। এতে আমরা সন্তুষ্ট নই। একইসাথে জাতিসংঘকে তৎপর হওয়ার আহ্বান জানাই।’
একইসাথে মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনের পক্ষে থাকার আহ্বান জানান তারা।