বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে জেলা বিএনপির মৌন মিছিল

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৫৪ Time View

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেঁধে কালো ব্যানার নিয়ে মৌন মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

বুধবার (৩০ আগষ্ট) বিকেল ৪ টায় সাইনবোর্ড পাসপোর্ট অফিস সামনে থেকে মৌন মিছিল শুরু করে জেলা বিএনপি। মৌন মিছিলটি ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে সাইনবোর্ড গিয়ে সমাপ্ত হয়।

এসময়ে জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে ও কালো পতাকা হাতে নিয়ে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে গুম হওয়া নেতাকর্মীদের বিচারের দাবিসহ সরকারবিরোধী নানা শ্লোগান দেন।

এসময়ে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সদস্য কাজী মনিরুজ্জামান মনির, আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আঃ বারী ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র এড. মাহফুজুর রহমান হুমায়ূন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সোনারগাঁ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা কৃষক দলের সভাপতি ডা. শাহিন আহমেদ, সাধারণ সম্পাদক কায়সার রিফাত, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু, জেলা তাঁতী দলের সভাপতি এড. শুক্কুর মাহমুদসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »