বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :

জাতির অগ্রগতির বিরুদ্ধে অপপ্রচার সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে: আনোয়ার হোসেন

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬২ Time View

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের গভনিংবডি সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের যেকোনো পদক্ষেপ এবং জাতির অগ্রগতির বিরুদ্ধে অপপ্রচার সম্পর্কে সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং স্মার্ট সরকার, স্মার্ট দক্ষ জনশক্তি, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সোসাইটি নিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে আরো এগিয়ে যাবে।

তিনি বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সরকারের-২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা আমাদের বঙ্গবন্ধু’র সোনার বাংলা এগিয়ে নিতে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমরা আমাদের জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ব।

সরকার প্রধান ২০০৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যেই এ দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছে। শেখ হাসিনা সরকার এই দেশে ধর্মনিরপেক্ষতা মানে-প্রতিটি ধর্মের মানুষ তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব স্বাধীনভাবে পালন করে যাচ্ছেন।

সোমবার সকালে মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গণে মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণী (কিরাত, নাত ও হামদ) অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে বার্ষিক মিলাদের পর বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

গভনিংবডির সদস্য ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেছেন, ‘ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার’ স্লোগানে উৎসব পালন করে বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের প্রত্যেকটা উৎসবে সবাই ভাইবোনের মতো কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই উৎসবটা উদ্যাপন করে থাকে। স্বাধীনতা সংগ্রামে এবং মহান মুক্তিযুদ্ধের সময় আমরা মুসলমানরা শুধু নয়, আমাদের সব ধর্মের মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকলে মিলেই কাঁধে কাঁধ মিলিয়ে বুকের রক্ত ঢেলে এ দেশ স্বাধীন করে গেছেন। বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এবং এই বাংলাদেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যার যার অধিকার নিয়েই বসবাস করবে, তাদের ধর্মকর্ম পালন করবে।

মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, বাবুরাইল জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আমজাদ হোসাইন। অতিথি উপস্থিত ছিলেন, গভনিংবডি সদস্য ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, হুমায়ূণ কবির, জানে আলম জানু, মোশাররফ হোসেন জনি, সহকারী প্রধান শিক্ষক লায়লা আক্তার, শিক্ষক প্রতিনিধি বিনোদ কুমার দেবনাথ, শাহানুর আলম ও হাজেরা আক্তার জোসনা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »