বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-আখাউড়া লংমার্চ: রূপগঞ্জে নেতাকর্মীদের শুভেচ্ছা জ্ঞাপন রূপগঞ্জে শিশুপুত্রকে পানিতে ফেলে হত্যার ঘটনায় ঘাতক বাবার জবানবন্দী বন্দরে ৪ টি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা বিএনপি সব মানুষের কাছে জবাবদিহিতে বিশ্বাস করে: মামুন মাহমুদ পরিবারের আপত্তির মুখে কবর থেকে লাশ উত্তোলন করা হয়নি নিহত সোলাইমানের তুচ্ছ ঘটনায় প্রতিবেশীকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জ সদর থানা জাতীয় নাগরিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত দেশে প্রতিদিন ২০ কোটি টাকার মাদকদ্রব্য বিক্রি হয়: মোস্তাফিজুর রহমান জমকালো আয়োজনে মুগ্ধ করেছে এসএসসি ও এইচএসসি ২০০৯-১১ ব্যাচের গেট টুগেদার নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলের প্রধান শিক্ষক নিহত

রূপসী দাখিল মাদ্রাসার ভবন উদ্বোধন করলেন মন্ত্রী গাজী

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৪৮ Time View

রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান ফটক,সীমানা প্রাচীর ও ৪র্থ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ২ ,৩ তলা উদ্বোধন করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকালে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এসব উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, সবাই উন্নয়ন দেখে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেবেন। রূপসী দাখিল মাদ্রাসা এগিয়ে যাচ্ছে। এই মাদ্রাসায় আমার সব ধরণের সহযোগিতা অব্যাহত আছে। মুন্না খাঁন সভাপতি হওয়ার পরে রূপসী দাখিল মাদ্রাসার নতুন ভবন দিয়েছি। প্রধান ফটক নির্মাণ করে দিয়েছি। সীমানা প্রাচীর নির্মাণ হয়েছে।

শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, আপনারা উন্নয়ন পেয়েছেন এখন ছাত্র-ছাত্রীদের ভালো রেজাল্ট করার ব্যবস্থা করেন। আপনারা ভালো রেজাল্ট করলে আরও উন্নয়ন পাবেন। জননেত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

মেয়র হাছিনা গাজী বলেন, সবাই সতর্ক থাকবেন। কোন অপশক্তি যেনো বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে। বিএনপি এ দেশের উন্নয়ন চায় না। রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাথে আমরা আছি। কোন কাজ বাদ থাকলে আপনারা মুন্না অথবা যে কারও মাধ্যমে আমাকে জানাবেন আমি করে দেবো।

রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মুন্না খাঁন বলেন, সবার সহযোগিতায় আমাদের মাদ্রাসা পিছিয়ে নেই। মেয়র মহোদয়ের অনুদানে আমাদের অফিস কক্ষ হয়েছে। আমাদের শির্ক্ষার্থীরা জেলা ,উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় ভালো করছে। মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী মহোদয়ের সহযোগিতায় আমাদের মাদ্রাসায় এখন কোন সমস্যা নেই। সবাই বাপ্পী ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি আমাদের ঈদগার মাঠ সংস্কার করে দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুল্লাহ খান মুন্না, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আক্তার হোসেন মোল্লা, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান, রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আবুল হাসনাত ভুঁইয়া হাসু, আওয়ামী লীগ নেতা মোসাদ্দেক হোসেন পান্নু, রূপসী বাগবাড়ী জামে মসজিদের সাধারণ সম্পাদক শামীম মাহবুবু, রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাতা সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম পনির খাঁন, সুপার শহীদুল হক,সহ-সুপার মুফতি ওবায়দুল হক, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ, শহীদ বকুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুল হালিম ভুঁইয়া, সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা মেহেদী হাসান বাবেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »