বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-আখাউড়া লংমার্চ: রূপগঞ্জে নেতাকর্মীদের শুভেচ্ছা জ্ঞাপন রূপগঞ্জে শিশুপুত্রকে পানিতে ফেলে হত্যার ঘটনায় ঘাতক বাবার জবানবন্দী বন্দরে ৪ টি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা বিএনপি সব মানুষের কাছে জবাবদিহিতে বিশ্বাস করে: মামুন মাহমুদ পরিবারের আপত্তির মুখে কবর থেকে লাশ উত্তোলন করা হয়নি নিহত সোলাইমানের তুচ্ছ ঘটনায় প্রতিবেশীকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জ সদর থানা জাতীয় নাগরিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত দেশে প্রতিদিন ২০ কোটি টাকার মাদকদ্রব্য বিক্রি হয়: মোস্তাফিজুর রহমান জমকালো আয়োজনে মুগ্ধ করেছে এসএসসি ও এইচএসসি ২০০৯-১১ ব্যাচের গেট টুগেদার নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলের প্রধান শিক্ষক নিহত

রূপগঞ্জে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ৪

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৫০ Time View

রূপগঞ্জে পূর্বাচলে তিনশ’ ফুট সড়কে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন৷ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল দশটার দিকে ৩০০ ফিট সড়কের ভূঁইয়াবাড়ির ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে৷

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন৷

নিহতরা হলেন- রূপগঞ্জ উপজেলার পূর্ব কালাদী এলাকার আহসানুল মিয়ার ছেলে মো. মিলন মিয়া (২৬), সোনারগাঁ উপজেলার কাদেরগঞ্জ এলাকার মৃত সাদেক হোসেনের ছেলে নুরুল ইসলাম (৬৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার শাহবাজপুর এলাকার মৃত লালু মিয়ার ছেলে ফজলুল হক (৫০), গাজীপুর সদরের লতিফপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে আমজাদ হোসেন (৪৫)।

এই ঘটনায় আহত চারজন হলেন- নিহত নুরুল ইসলামের ছেলে নাহারুল ইসলাম পাপ্পু (২৯), ঢাকার কামরাঙ্গীরচরের দক্ষিণ রসুলপুর এলাকার রহম আলীর ছেলে শুক্কুর আহম্মেদ (৩৮), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার শাহবাজপুর এলাকার নুরু মিয়ার ছেলে আব্দুল মান্নান (৫০) ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউপির রাধানগর এলাকার ফজলুল হকের ছেলে মো. সজীব (২৬)।

আহতদের মধ্যে শুক্কুর আলী অপর প্রাইভেটকারটি চালাচ্ছিলেন বলে জানায় পুলিশ। বাকিরা প্রাইভেটকারের যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, একটি যাত্রীবাহী প্রাইভেটকার (ঢাকা মেট্রো- গ: ১২-৪৭৬২) উপজেলার কাঞ্চন থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সড়কে চলমান অবস্থায় চাকা ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক পেরিয়ে পাশের লেনে গিয়ে পড়ে। এ সময় ঢাকা থেকে আসা অপর একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ ৪৩-৮৩৬৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়৷

পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা হতাহত আটজনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা আবির হোসেন বলেন, হাসপাতালে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক৷ আহত আরও পাঁচজনের মধ্যে একজন পরে হাসপাতালে মারা যান ৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »