আগামী ৩ নভেম্বর ঢাকায় জাতীয় মহাসমাবেশ সফল করার উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে সোমবার ( ৩০ অক্টোবর) বাদ মাগরিব নগর কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ কথা বলেন, আগামী ৩ নভেম্বর ঢাকায় জাতীয় মহাসমাবেশ আহবান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পীর সাহেব চরমোনাইর আহবানে দেশবাসী জুলুমবাজ ও ফ্যাসিবাদীর বিরুদ্ধে প্রতিবাদ করতে প্রস্তুত।
তিনি আরও বলেন, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (চজ) পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবীতে ৩ নভেম্বর জাতীয় মহাসমাশে সফল করতে নগরবাসীর প্রতি আহবান জানান।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, আমাদের সমাবেশ করতে যদি সরকার কোন প্রকার বাধা দেয়ার চেষ্টা করে তাহলে মহাপ্রলয় শুরু হয়ে যাবে। কাজেই সরকারের প্রতি আহবান জানাবো, জনগণের কথা বুঝুন, শুনুন ও মানুন। অন্যথায় বৃহত্তর জনরোষ আপনি ঠেকাতে পারবেন না।
সভায় আরও উপস্থিত ছিলেন, নগর সহ-সভপতি মাও. হাবীবুল্লাহ হাবিব, নুর হোসেন, এসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, অর্থ সম্পাদক ইসমাইল প্রমুখ নেতৃবৃন্দ।