নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের জন্য গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে জেলার বিভিন্ন খাতে উন্নয়ন মূলক কাজে অবদান রাখায়। সেলিম ওসমান সাপোর্টার্স ফোরামের আয়োজনে এই গণসংবর্ধনায় অংশ নিবেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ মুক্তিযোদ্ধা ও আইনজীবী সমিতির নেতারা। আগামী ২৬ অক্টোবর বেলা ৩টায় বন্দর উপজেলার সমরক্ষেত্র এলাকায় এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হবে।
বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদের সভাপতিত্বে গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
গণসংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলা সভাপতি সানাউল্লাহ সানু, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, বিকেএমএ‘র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, বাংলাদেশ হোসিয়ারী সমিতির সভাপতি নাজমুল আলম সজল, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার, বাংলাদেশ গার্মেন্টস রিসাইক্লিং কালার্ড ফাইবার ম্যানু. এন্ড ট্রেডার্স এসোসিয়েশনের সভাপতি মাহফুজুর রহমান খান, বাংলাদেশ পালস্ এন্ড লেনটিল ক্র্যাসিং মিলস্ ওনার্স এসোসিশনের সভাপতি এড. সুলতান উদ্দিন নান্নু ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান ২০১৪ সালে বড় ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালে তিনি দ্বিতীয় বার এমপি নির্বাচিত হন। নিজ সংসদীয় আসনের শিক্ষাক্ষেত্রে তাঁর বড় অবদান রয়েছে বলে মনে করেন তাঁর ঘনিষ্ঠজনরা। এছাড়া তিনি ‘দানবীর’ হিসেবে খ্যাত। সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার সেলিম ওসমানকে ওসমান পরিবার ঘনিষ্ঠ ‘সন্ত্রাসীদের’ এমনকি নিজ পরিবারের সদস্যদের বিরুদ্ধে উঠা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে দেখা যায়।
নিট পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএতে টানা সপ্তম মেয়াদে সভাপতি হয়েছেন সেলিম ওসমান। ২০১০ সাল থেকে বিকেএমইএর সভাপতির পদে আছেন তিনি। সর্বশেষ ২০১২ সালে ভোটের মাধ্যমে সভাপতি হন তিনি। পরের সব মেয়াদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন সেলিম ওসমান।
প্রভাবশালী ওসমান পরিবারের সন্তান সেলিম ওসমান দেশব্যাপি সবচেয়ে বেশি আলোচনায় আসেন ২০১৬ সালে। ২০১৬ সালের ১৩ মে বন্দরের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে এমপি সেলিম ওসমানের নির্দেশে কান ধরে উঠবসের ঘটনায় দেশব্যাপী প্রতিবাদের জন্ম দিয়েছিল। এই ঘটনায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে গঠিত বিচারিক তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়েছিল এবং তাঁর বিরুদ্ধে মামলা হয়।