বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে নারায়ণগঞ্জে গণঅনশন কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১৪ অক্টোবর) বেলা ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলা ও মহানগর বিএনপির ব্যানারে এই গণঅনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, হাসিনা সরকার দেশনেত্রী খালেদা জিয়াকে হত্যা করতে চায়। জেলখানায় খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে। শেখ হাসিনা বলেছেন খালেদা জিয়ার বয়স হয়েছে মারা গেলে কি আসে যায়, আপনার মনের মধ্যে কোন রহম নাই, আপনাকে সেই এজিদের সাথে তুলনা করা যায়। বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে হত্যা করতে চাচ্ছেন। আল্লাহ যদি তাকে বাচিয়ে রাখেন আপনি তাকে হত্যা করতে পারবেন না।
শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনার পতন আসন্ন৷ এই দেশকে লুটেপুটে খেয়ে ফেলছেন। এই দেশকে শুন্য করে দিয়েছেন। আজকে এদেশের টাকা আওয়ামী লীগের ৫শ মন্ত্রী এমপির পকেটে। প্রধানমন্ত্রীর দুর্নীতির দুর্গন্ধ সারা বিশ্বে ছড়িয়ে পরেছে। বিভিন্ন দেশে এই সরকারের দুর্নীতির টাকা উদ্ধার হয়েছে। সরকারের পতন হলে দেখতে পাবেন কিভাবে তাদের দুর্নীতির তথ্য প্রকাশিত হয়।
তিনি আরও বলেন, আগামী ১৮ তারিখের ঢাকার সমাবেশ থেকে সরকারের পদত্যাগের আলটিমেটাম দেয়া হবে। খালেদা জিয়ার মুক্তি, চিকিৎসার জন্য বিদেশ যেতে অনুমতি না দিলে জনগণ এই সরকারকে টেনে হিচড়ে নামিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু আল ইউসুফ টিপু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের যৌথ সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন-বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, সরকার হুমায়ুন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন অনু, ফাতেহ মো. রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ. বারী ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, সাধারণ সম্পাদক রুমা আক্তার, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নাসহ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।