নির্বাচনকে ‘একতরফা’ উল্লেখ করে ভোট বর্জনের দাবিতে গণসংযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪টায় বন্দর থানা কমিটির উদ্যোগে গণসংযোগকালে তারা এ কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, সরকার মৃত্যুকে যত না ভয় পায়, তার চেয়ে বেশি ভয় পায় দেশে সুষ্ঠু নির্বাচন দিতে। তা না হলে সর্বমহলের বিরোধিতা, জনগণের মতের বাহিরে সে একতরফা নির্বাচন করতে পারতো না। তথাকথিত উন্নয়নের মুলা দেখিয়ে জনগণকে বোকা ভেবে ধোঁকা দিচ্ছে।
তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় উচ্চ আওয়াজে ডিজে গান বাজিয়ে শব্দ দূষণ করছে। এতে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। এমনকি মসজিদের পাশে এই জালেম সরকারের সমর্থকরা মুসল্লিদের ইবাদতে বিঘ্ন সৃষ্টি করে ধুম ধুম বিকট আওয়াজে গান বাজায়। শিক্ষার্থীদের পড়াশুনা ব্যাঘাত ঘটছে, অসুস্থ রোগীদের কষ্ট হচ্ছে। আমরা প্রশাসন সহ সংশ্লিষ্টদের জোর দাবি জানাই দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ও ডিজে গাজ বাজনা বন্ধ করুন।
মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, সরকার তলে তলে সকল আসনে এমপি সিলেক্ট করে আন্তর্জাতিক সমর্থন আদায়ে একতরফা নির্বাচনের নাটক মঞ্চস্থ করছে। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কিছু কিংস পার্টি ও ডমেস্টিক দল নিয়ে কথিত নির্বাচনি বৈতরণী পার হতে যাচ্ছে। এবার নির্বাচন হচ্ছে নৌকা-স্বতন্ত্র-ডামি নৌকা-বিদ্রোহী নৌকার চরিত্রে নাটকে অভিনয় করছে। এভাবে নির্বাচনের নামে তামাশার কোন মানে হয় না।
বন্দর থানার সভাপতি আবুল হাসেমের সভাপতিত্ব সেক্রেটারি আব্দুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি, সহ-সভাপতি নুর হোসেন, মাও. হাবীবুল্লাহ হাবিব, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ।