এড. স্বপন ভূঁইয়ার সভাপতিতে রূপগঞ্জে উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলাধীন গোলাকান্দাইল এলাকায় রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এড. স্বপন ভূঁইয়া বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা উন্নয়নের রূপকার গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি মহোদয়কে আবারও নির্বাচিত করতে হবে। রূপগঞ্জে গাজী সাহেবের বিকল্প নেই। তিনি যে উন্নয়ন করেছে তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, দেশব্যাপী বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ,পুলিশ হত্যা ও অবৈধ জনবিচ্ছিন্ন অবরোধের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিকদেরকে রাজপথে জবাব দিতে হবে।
কর্মীসভা শেষে ৩রা নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফেরাত এব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ও রূপগঞ্জ -১ আসনের সাংসদ পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় ।
রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এড. স্বপন ভূঁইয়ার সভাপতিত্বে কর্মী সভায় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা মোক্তার হোসেন, নিরব হাসান রাজ, রাশেদ, জসিম, পারভীন আক্তার, মুন্না, বাসুদেব, জিতু, খোকন, রফিকুল, মাহফুজ, তাওহিদ, আসলাম, সজল, আল আমিন মোল্লা, সোলাইমান, মমতাজসহ প্রমুখ