যুক্তরাষ্ট্রে ২৩ দিনের সফর শেষে দেশে ফিরেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে দেশে ফিরেন তিনি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে গত ১৭ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ ত্যাগ করেন।
সেখানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীতে অনুষ্ঠিত স্ট্রং সিটিজ নেটওয়ার্কের ৪র্থ বৈশ্বিক সম্মেলনে যোগ দেন তিনি। ১৯-২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই বৈশ্বিক সম্মেলনে যোগ দেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ও লন্ডনের মেয়র সাদিক খানসহ বিশ্বের ৪৫টি বেশি দেশের ১১৫টি সিটির শতাধিক মেয়র, গভর্ণর, নগর বিশেষজ্ঞ ও কর্মকর্তাসহ প্রায় ২০০ জন প্রতিনিধি। সম্মেলনে অংশ নিয়ে প্যানেল আলোচক হিসেবে নারায়ণগঞ্জ নগরীর বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য তুলে ধরেন নারায়ণগঞ্জ সিটি মেয়র। তিনি ৪র্থ বৈশ্বিক সম্মেলনে স্ট্রং সিটিজ নেটওয়ার্কের আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের ২৫ সদস্যের কমিটির সদস্য নির্বাচিত হন। এই কমিটি আগামী ২ বছর সংগঠনে যুক্ত ২১৪টি নগরীর বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ ও কৌশলপত্র প্রণয়নে একসাথে কাজ করবে।
এ সফরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সংবর্ধনা প্রদানের আয়োজন করতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত প্রবাসী নারায়ণগঞ্জবাসী। তবে সেই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন না করে খরচের অর্থ জনকল্যাণে দিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন নাসিক মেয়র। গত ২৮ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কের ফ্রেশমেডো এলাকার একটি রেস্তোরাঁয় প্রবাসী নারায়ণগঞ্জবাসীদের সঙ্গে আড্ডা দেন সিটি মেয়র।
এছাড়া প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের পরিচালিত একটি টিভি চ্যানেলের টক শোতে অংশ নেন মেয়র আইভী। এই সময় নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন বিষয় নিয়ে মেয়রকে প্রশ্ন করলে তার উত্তর দেন তিনি।