বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :

মানচিত্রে থাবা দিতে একটা শ্রেণি মাঠে নেমে গেছে: শামীম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৩৮ Time View

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আজকে সবাই অনেক আনন্দে আছে। এই আনন্দ নষ্ট করতে একটা মহল মাঠে নেমেছে। কিছুদিন পর তারা চেষ্টা করবে মানচিত্রে থাবা দিতে। আজকের এই সম্প্রীতি, এই আনন্দ নষ্ট করার জন্য তারা মাঠে নেমেছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে শহরের বিআইডব্লিউটিএর ঘাটে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, একটা শ্রেণি মাঠে নেমে গেছে। আমি আপনাদের কাছে দোয়া ও আশীর্বাদ চাচ্ছি শেখ হাসিনার জন্য। দেশ স্বাধীনের সময় যুদ্ধের সময় কে হিন্দু কে মুসলমান তা দেখেনি বাঙালি। সাম্প্রদায়িকতা দিয়ে বাংলাদেশকে কেউ বিভক্ত করতে পারবে না।

এমপি শামীম ওসমান বলেন, কোন শক্তি নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটাতে পারবে না। কখনও সম্প্রাদায় দিয়ে নিজেদের ভাববেন না, আপনারা এই দেশের নাগরিক, আপনি বাঙ্গালি। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ।

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের সঞ্চালনায় শারদীয় দূর্গোৎসবের বিজয়া দশমী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ নৌ পুলিশের এসপি মিনা মাহমুদা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) চাউলাউ মারমা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সহ-সভাপতি রবিউল হোসেন, রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সহ- সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টের সভাপতি লিটন সাহা, দেওভোগ নাগমহাশয় মন্দিরের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য সহ প্রশাসন ও পূজা পরিষদের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »