জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে অর্ধদিবস হরতাল কর্মসূচিতে পুলিশের বাধার সম্মুক্ষিন হয়েছে, বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ৬ টা থেকে শুরু হওয়া হরতাল সমর্থন মিছিল বের করলে নগরীর বঙ্গবন্ধু সড়কে চুনকা পাঠাগারের সামনে ওই বাধার সম্মুক্ষিন হয়।
নেতৃবৃন্দ জানান, সকালে হরতাল সমর্থনে মিছিল বের করলে নগরীর বঙ্গবন্ধু সড়কের ২নং গেট থেকে শুরু করে চাষাঢ়া হয়ে ডিআইটি আসলে পুলিশ তাদের মিছিলে বাধা দেয়। এ সময় ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করলে নেতাকর্মীরা পুলিশের সাথে ধস্তাধস্তি করে, পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে প্রায় ২০ জনের বেশী নেতাকর্মী আহত হয় বলে জানায় তারা।
আহতদের মধ্যে সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, বাসদের সাংস্কৃতিক সংগঠন চারণের জেলা কমিটির সাধারণ সম্পাদক জামাল হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রাতুল, , রি-রোলিং স্টিল মিলের সংগঠক রেজাউল করিম, ছাত্রফ্রন্টের নেতা জিহাদ হোসেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের গাবতলী শাখার মো. আলম, সিপিবির নুরুল ইসলা, শরৎ মন্ডল, ছাত্র ফ্রন্টের সদস্য রোকন মিয়ার নাম পাওয়া গেছে৷