শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলের প্রধান শিক্ষক নিহত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিউটিফিকেশন কোর্স সম্পন্ন করলো মানব কল্যাণ পরিষদ বন্দরে ৫ ইটভাটাকে ৩ লাখ ৫ হাজার জরিমানা: কার্যক্রম বন্ধের নির্দেশ বন্দরে কর্ণফুলী শিপবিল্ডার্স কারখানা পরিদর্শন করেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে বিদ্যমান সম্পর্ক ভারত নষ্ট করলে বাংলাদেশের কোন ক্ষতি হবে না রূপগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি নেতার উঠান বৈঠক পূর্বাচলে অনিয়মের মাধ্যমে প্লট নেওয়াদের ব্যাপারে তথ্য দিন: রাজউক চেয়ারম্যান দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল হচ্ছে বিএনপি : গিয়াসউদ্দিন মনে হয়েছে রূপগঞ্জ গাজীর বাপের সম্পদ: দিপু ভুঁইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে রূপগঞ্জে সভা

পেছনের দরজা দিয়ে পুনরায় ক্ষমতায় যেতে চায় আওয়ামী লীগ: মাও. আতাউর

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৬৪ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জাতীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিয়ে দেশকে সংঘাত মুক্ত রাখুন” আওয়ামী লীগ সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো যেনতেন নির্বাচনের মাধ্যমে পেছনের দরজা দিয়ে পুনরায় ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে।

এজন্য বিরোধীদলগুলোর কর্মসূচিকে বানচাল করতে নানামুখি চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। জাতীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বিরোধী দলের উপর দমন-পীড়ন চালিয়ে সরকার তার পতন ঠেকাতে পারবে না। ক্ষমতার মোহে অন্ধ হয়ে সরকার কী করছে তারা সেটা বুঝতেও পারছে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার বিকেলে শহরের আলী আহম্মাদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি আলহাজ্ব আব্দুস সোবহান তালুকদার এর সভাপতিত্বে ও সেক্রেটারি আলহাজ্ব আব্দুর রহমান রোমান প্রধানের সঞ্চালনায় তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান বক্তার বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন বলেন, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কারণে দেশের সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে।

সিন্ডিকেট বন্ধ করে অনতিবিলম্বে দ্রব্যমূল্যের গতি রোধ করুন, দেশের শান্তি বজায় রাখুন। অন্যথায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমীর হযরত পীর সাহেব চরমোনাই যেকোন কর্মসূচি তৃণমূলের সকল জনশক্তি, নেতাকর্মীরা বুকের তাজা রক্ত দিয়ে হলেও আপনাদের সিন্ডিকেট বন্ধ করবে ইনশাআল্লাহ ।

বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, শান্তি সমাবেশের নামে আওয়ামীলীগ এর সহোযোগী সংগঠনের সন্ত্রাসী বাহিনী মানুষ হত্যা করেছে, তাদের নাশকতার শিকার হয়ে যাত্রাবাড়ী বড় মাদ্রাসার ছাত্র হাফেজ রেজাউল করিমকে অন্যায় ভাবে নিহত করেছে,অনতিবিলম্বে দোষীদের শাস্তির আওতায় আনুন, তা নাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

তৃণমূল প্রতিনিধি সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সহ-সভাপতি মুহাম্মাদ নুর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সহ-সভাপতি গিয়াসউদ্দিন মুহাম্মাদ খালিদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব, কুরআন শিক্ষা বোর্ড নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আলী হোসেন কাজল মাস্টার, দ্বীনি সংগঠন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ সাইফুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আবু হানিফ, সহ-সভাপতি মুহাম্মাদ লোকমান হোসেন, আলহাজ্ব মুহাম্মাদ মজিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি হাফেজ রবিউল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আমির হুসাইন, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক এইচএম মিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আহমাদ কবির, দফতর সম্পাদক মুহাম্মাদ জাহাঙ্গীর ফিরোজ, অর্থ কল্যাণ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ আল মামুন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মোস্তফা সরকার, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক আঃ মতন হাবিবি, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মুহাম্মাদ জসিম উদ্দিন, আলহাজ্ব শেখ হাবিবুল্লাহ হাবিব ছদর, বাংলাদেশ মুজাহিদ কমিটি নারায়ণগঞ্জ সদর থানা, মুহাম্মাদ মোস্তফা তালুকদার সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখা, মুহাম্মাদ তারেক আহম্মেদ বাবলু সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখা, মুহাম্মাদ আবুল হাশেম সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »