বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :

না.গঞ্জের ৫টি আসনে ৩৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৫৬ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসন থেকে মোট ৩৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হক। এক নজরে নারায়ণগঞ্জের মোট ৫ টি আসন থেকে প্রার্থীরা যে প্রতীকে নির্বাচন করছেন তারা হলেন,

নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসন থেকে,

১. মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক)- (আওয়ামী লীগ) পেয়েছেন ‘নৌকা’ প্রতীক,
২. তৈমুর আলম খন্দকার- (তৃণমূল বিএনপি) পেয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক,
৩. শাহাজাহান ভুইয়া- (স্বতন্ত্র)পেয়েছেন ‘কেটলি’ প্রতীক
৪. গাজী গোলাম মর্তুজা- (স্বতন্ত্র)পেয়েছেন ‘ইগল’ প্রতীক,
৫. মো. হাবিবুর রহমান- (স্বতন্ত্র) পেয়েছেন ‘আলমিরা’ প্রতীক,
৬. মো. জোবায়ের আলম- (জাকের পার্টি)পেয়েছেন ‘গোলাপ ফুল’ প্রতীক,
৭. মো. সাইফুল ইসলাম- (জাতীয় পার্টির), ‘লাঙ্গল’ প্রতীক
৮. মো. জয়নাল আবেদীন চৌধুরী- (স্বতন্ত্র), ‘ট্রাক’ প্রতীক
৯. একেএম শহিদুল ইসলাম- (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ) ‘চেয়ার’প্রতীক।

নারায়ণগঞ্জ-২ (আঁড়াইহাজার) আসন থেকে,

১.নজরুল ইসলাম বাবু- (আওয়ামী লীগ) পেয়েছেন ‘নৌকা’ প্রতীক,
২. মো. আবু হানিফ হৃদয়- (তৃণমূল বিএনপি) পেয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক,
৩. শাহজাহান- (জাকের পার্টি) পেয়েছেন ‘গোলাপ ফুল’ প্রতীক,
৪. আলমগীর সিকদার লোটন- (জাতীয় পার্টি) পেয়েছেন ‘লাঙ্গল’ প্রতীক,
৫.মো. শরিফুল ইসলাম- (স্বতন্ত্র) পেয়েছেন ‘ঈগল’ প্রতীক,

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে,

১. কায়সার হাসনাত (আওয়ামীলীগ) পেয়েছেন ‘নৌকা’ প্রতীক,
২. লিয়াকত হোসেন খোকা (জাতীয় পার্টি) পেয়েছেন ‘লাঙ্গল’ প্রতীক,
৩. মো. মজিবুর রহমান মানিক (বাংলাদেশ তরিকত ফেডারেশন) পেয়েছেন ‘ফুলের মালা’ প্রতীক,
৪. মোহাম্মদ আসলাম হোসেন (বাংলাদেশ সুপ্রিম পার্টি) পেয়েছেন ‘একতারা’ প্রতীক,
৫. এবিএম ওয়ালিউর রহমান খান (বিএনএম) পেয়েছেন ‘নোঙ্গর’ প্রতীক,
৬. নারায়ণ দাস (বিকল্প ধারার বাংলাদেশ) পেয়েছেন ‘কুলা’ প্রতীক,
৭. মো. আরিফ (মুক্তিজোট) পেয়েছেন ‘ছড়ি’ প্রতীক,
৮. এ.এইচ.এম মাসুদ (স্বতন্ত্র)পেয়েছেন ‘ঈগল’ প্রতীক।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ) আসন থেকে যারা থাকছেন,

১. একেএম শামীম ওসমান (আওয়ামীলীগ) পেয়েছেন ‘নৌকা’ প্রতীক,
২. মো. আলি হোসেন (তৃণমূল বিএনপির) পেয়ছেন ‘সোনালী আঁশ’প্রতীক ,
৩. মূরাদ হোসেন জামাল (জাকের পার্টি) পেয়েছেন ‘গোলাপ ফুল’ প্রতীক,
৪. সেলিম আহমেদ (বাংলাদেশ সুপ্রীম পার্টির) পেয়েছেন ‘একতারা’ প্রতীক,
৫. হাবিবুর রহমান (বাংলাদেশ ইসলামি ফ্রন্ট) পেয়েচেন ‘চেয়ার’ প্রতীক,
৬. শহিদ উন নবী (ন্যাশনাল পিপলস পার্টি) পেয়েছেন ‘আম ’প্রতীক,
৭. গোলাম মোর্শেদ রনি (বাংলাদেশ কংগ্রেস) পেয়েছেন ‘ডাব’ প্রতীক
৮. মো. ছৈয়দ হোসেন (জাসদ) পেয়েছেন ‘মশাল’ প্রতীক

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন থেকে,

১ একেএম সেলিম ওসমান (জাতীয় পার্টি) পেয়েছেন ‘লাঙ্গল’প্রতীক,
২. এএসএম একরামুল হক (বাংলাদেশ ইসলামি ফ্রন্ট) পেয়েছেন ‘চেয়ার’ প্রতীক,
৩. মো. আব্দুল হামিদ ভাসানী (তৃণমূল বিএনপি) পেয়েছেন ‘সোনালী আঁশ’প্রতীক
৪. ছামসুল ইসলাম (বাংলাদেশ সুপ্রীম পার্টি) পেয়েছেন ‘একতারা’ প্রতীক ।

প্রসঙ্গত, প্রতীক বরাদ্দ দেওয়ার পর (১৮ ডিসেম্বর) থেকেই নির্বাচনী প্রচারণা করতে পারবে প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সবশেষে ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »